About Shahabuddin Memorial School and College

''মানসম্মত শিক্ষার জন্য একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান'' এই মূলমন্ত্র নিয়ে ২০২০ সালে জামালপুর জেলার বেলটিয়া অঞ্চলে মনোরম পরিবেশে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষকদের নিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষ হতে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের কার্যক্রম শুরু হয়। অত্র এলাকাবাসীর মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এর চাহিদা অনুধাবন করে বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যোৎসাহী শিক্ষকদের সমন্বয়ে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রত্যয়ে স্থাপিত হয়েছে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ। শিক্ষার আধুনিক কলাকৌশল প্রয়োগের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের একাডেমিক শিক্ষায় দক্ষ করার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীতে যুগোপযোগী মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য । শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সৃজনশীলতা জাগ্রত হবে, সক্ষমতাও বৃদ্ধি পাবে এই প্রত্যাশা সকলের। এছাড়া এর ফলে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে বলে আশা করা যায়। আমাদের পরিকল্পিত বিষয়সমূহ সুষ্ঠ বাস্তবায়নের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের চতুর্মুখী মেধার বিকাশ ঘটবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আরও বিশ্বাস করি যে, শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের রয়েছে একটি যুগোপযোগী সুযোগ-সুবিধা, নৈতিক মূল্যবোধ সম্পন্ন এবং রাজনীতি ও ধূমপানমুক্ত স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস।